হোম > অপরাধ > ঢাকা

মোহাম্মদপুরে ১৫ ছিনতাইকারীসহ ২০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ‘আকাশ গ্রুপের’ পাঁচজন ও পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত র‍্যাব-২-এর বিশেষ অভিযানে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আকাশ গ্রুপের পাঁচজন অপর একটি অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি ও ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি, চাকু, খুর, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধে মারাত্মকভাবে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করার জন্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মতো ঘটনা ঘটায়। ইদানীং বছিলা ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাং ছিনতাই, চাঁদাবাজি ও পথচারীদের কাছ থেকে মোবাইল ছিনতাইসহ শৃঙ্খলাবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিল। 

শিহাব করিম আরও জানান, গ্রেপ্তাররা একাধিক সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ফুটপাতের দোকান ও পথচারীদের ক্ষুর-চাকু ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত তারা।

শিহাব করিম আরও জানান, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র‍্যাব-২ এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে