হোম > অপরাধ > ঢাকা

মোহাম্মদপুরে ১৫ ছিনতাইকারীসহ ২০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ‘আকাশ গ্রুপের’ পাঁচজন ও পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত র‍্যাব-২-এর বিশেষ অভিযানে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আকাশ গ্রুপের পাঁচজন অপর একটি অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি ও ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি, চাকু, খুর, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধে মারাত্মকভাবে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করার জন্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মতো ঘটনা ঘটায়। ইদানীং বছিলা ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাং ছিনতাই, চাঁদাবাজি ও পথচারীদের কাছ থেকে মোবাইল ছিনতাইসহ শৃঙ্খলাবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিল। 

শিহাব করিম আরও জানান, গ্রেপ্তাররা একাধিক সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ফুটপাতের দোকান ও পথচারীদের ক্ষুর-চাকু ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত তারা।

শিহাব করিম আরও জানান, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র‍্যাব-২ এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান