হোম > অপরাধ > ঢাকা

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন ওই ছাত্রীর বাবা।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকে ওত পেতে ছিলেন উপজেলার ডুমরিয়া গ্রামের মিথুন ভাবুক (২৬) ও সত্য পান্ডে (২৪)। পরে মুখে ওড়না পেঁচিয়ে ওই ছাত্রীকে একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে দুজনে মিলে ধর্ষণ করেন। পরে ওই স্কুলছাত্রী বিষয়টি মা-বাবাকে জানায়।

এ নিয়ে জানতে চাইলে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমি এ ঘটনায় মামলা দায়ের করব। এ ঘটনার সঙ্গে জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।’

এ নিয়ে জানতে মিথুন ভাবুক ও সত্য পান্ডের বাড়িতে যাওয়া হয়। কিন্তু তাঁদের পরিবারের কাউকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরিবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট