হোম > অপরাধ > ঢাকা

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন ওই ছাত্রীর বাবা।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকে ওত পেতে ছিলেন উপজেলার ডুমরিয়া গ্রামের মিথুন ভাবুক (২৬) ও সত্য পান্ডে (২৪)। পরে মুখে ওড়না পেঁচিয়ে ওই ছাত্রীকে একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে দুজনে মিলে ধর্ষণ করেন। পরে ওই স্কুলছাত্রী বিষয়টি মা-বাবাকে জানায়।

এ নিয়ে জানতে চাইলে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমি এ ঘটনায় মামলা দায়ের করব। এ ঘটনার সঙ্গে জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।’

এ নিয়ে জানতে মিথুন ভাবুক ও সত্য পান্ডের বাড়িতে যাওয়া হয়। কিন্তু তাঁদের পরিবারের কাউকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরিবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট