হোম > অপরাধ > ঢাকা

‘রিহ্যাবে পাঠানোয়’ বোনজামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে বোনজামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শেখ রহমান (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে। 

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রাসেল (২৫)। তিনি ওই গ্রামের রশিদ খানের ছেলে। 
 
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রহমান চাইনিজ কুড়াল দিয়ে ছোট বোনের জামাই রাসেলকে ঘুমন্ত অবস্থায় মাথায় কোপ দেন। এতে কুড়ালটি রাসেলের মাথায় আটকে যায়। মাথায় কুড়ালসহ রাসেলকে পাশের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় লোকজন ও পুলিশ আরও জানায়, রাসেলের স্ত্রীর বড় ভাই রহমান মাদকসেবী ছিলেন। মাদক ব্যবসাসহ চুরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ কারণে রাসেল ও রাহেলার তিন বোন পরামর্শ করে প্রায় আড়াই মাস আগে রহমানকে একটি রিহ্যাবে (মাদক নিরাময় কেন্দ্র) ভর্তি করেন। 

দুই মাস সেখানে থাকার পর ১০ দিন আগে ওই সেন্টার থেকে চলে আসেন রহমান। রাসেল তাঁকে কেন রিহ্যাবে পাঠিয়েছেন তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তাঁদের মধ্যে। গতকাল বুধবার রাসেল তাঁর খালাশাশুড়ির বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে ঘুমন্ত অবস্থায় রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেন রহমান। তাৎক্ষণিক মাথা থেকে কুড়াল সরানোর চেষ্টা করেন পরিবারের লোকজন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। 

নিহতের স্ত্রী রাহেলা বলেন, ‘রহমানের যন্ত্রণায় এলাকার মানুষ থাকতে পারছিল না। এলাকার মানুষ ঘন ঘন আমাদের কাছে বিচার দিত। আমরাও অতিষ্ঠ ছিলাম। আমাদের তিন বোনের পরামর্শে রাসেলকে দিয়ে রিহ্যাবে পাঠানো হয়েছিল। এটাই রাসেলের বড় দোষ ছিল। এ কারণে আমার স্বামীকে মেরে ফেলল।’ 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা আল তায়েবীর বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। তবে আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে