হোম > অপরাধ > ঢাকা

রামপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় একটি বাসায় রাতভর গৃহবধূকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরের দিকে ওই নারীকে অসুস্থ অবস্থায় তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গৃহবধুর ভাই অভিযোগ করেন, তাঁর বোনের স্বামী দুই মাস আগে বোনকে ফেলে বরিশাল চলে গেছে। তারপর থেকে বোন খিলগাঁও এলাকায় তাঁর বাসায় থাকে। এর আগে তাঁর বোন স্বামী সন্তান নিয়ে রামপুরা উলন রোড থাকত। সেখানে শরীফ নামের একজনের সঙ্গে তার বোনের পরিচয় হয়।

তিনি আরও জানান, তার বোনের স্বামী তাকে ফেলে যাওয়ার কারণে এই সুযোগটা নেয় শরীফ। বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন ও খরচ পাতি দেওয়ার কথা বলে তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত রাতে তার বোনকে ডেকে নিয়ে যায় পূর্ব রামপুরা জাকিরের গলি এলাকার একটি বাসায়। সেখানে আগে থেকেই ইব্রাহিম ও মাইনউদ্দিন নামে দুই ব্যক্তি ছিল। তিনজন মিলে তার বোনকে মদ খাইয়ে রাতভর ধর্ষণ করে। এই কাজে সহযোগিতা করে এক নারী।

ভুক্তভোগীর ভাই বলেন, আজ সকালে অসুস্থ অবস্থায় একটি রিকশা যোগে আমার বোন বাসায় আসে। এবং বিস্তারিত খুলে বলে। পরে দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে নিয়ে যাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রামপুরা থেকে এক নারী হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। তার পরিবার অভিযোগ করেছে সে গণধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি রামপুরা থানাকে অবগত করা হয়েছে।

রামপুরা থানার (এসআই) মারুফ জানান, এ রকম একটা শুনেছি। কোনো  লিখিত অভিযোগ পাইনি। তবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। 

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ