সাভারের আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানে আশুলিয়ার জিরানী বাজার এলাকার গাজী ডায়াগনস্টিক সেন্টার, নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টার ও নাসির উদ্দিন মেডিকেল সেন্টারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গাজী ডায়াগনস্টিক সেন্টারের স্যাম্পল কালেকশন করে মজুত করার ফ্রিজে আদা বাটা, লেবু ও দুধ মজুত রাখায় তাঁদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করায় ৫০ হাজার এবং নাসির উদ্দিন মেডিকেল সেন্টারে মূল্যতালিকার চেয়ে প্রতি টেস্টে ১০০ টাকা করে বেশি রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা আজ অভিযান পরিচালনা করেছি। নানা অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ রকম অভিযান আমাদের চলমান থাকবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রচার) মো. শাহ আলমসহ স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।