হোম > অপরাধ > ঢাকা

১১ বছরে ৭ হাজার মোবাইল ফোন চুরি করেছেন স্বপন: পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

নেশার টাকা জোগাড় করতে ১১ বছরে প্রায় ৭ হাজার মোবাইল ফোন চুরি করেছেন। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দুবার গ্রেপ্তারও হয়েছেন। মূলত বাসে ওঠার সময়ে যাত্রীদের পকেট ও ব্যাগ থেকে এই মোবাইল ফোনগুলো চুরি করেন তিনি। সর্বশেষ পুলিশের মাদকবিরোধী অভিযানে সাভারের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে আবারও গ্রেপ্তার হয়েছেন এই স্বপন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. স্বপন (৩২) বরিশাল জেলার আগৈলঝারা থানার রতন মিয়ার ছেলে। আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকায় ভাড়া থাকতেন। 

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে নবীনগর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে স্বপনও ছিল। স্বপনের কাছ থেকে ২৫০ পুরিয়াসহ মোট ১ হাজার ২৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বপন একজন সক্রিয় মোবাইল চোর বা ছিনতাই চক্রের সদস্য। 

স্বপন ও তাঁর সহযোগীরা কৃত্রিম ভিড় তৈরি করে বা ঠেলাঠেলি করে বাসে ওঠার সময় যাত্রীদের পকেট থেকে মোবাইল চুরি করে নেন। মোবাইল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে অন্য সহযোগীর কাছে মোবাইল স্থানান্তর করে দেন, এতে তাৎক্ষণিক যাত্রীদের সন্দেহ হলে তাঁদের চেক করলেও মোবাইল খুঁজে পায় না। 

আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, ‘মাদকের অভিযানে গিয়ে স্বপনকে গ্রেপ্তার করলেও স্বপন মূলত মোবাইল চোর ও ছিনতাই চক্রের সদস্য। তার দাবি সে এ পর্যন্ত ৫–৭ হাজার মোবাইল চুরি করেছে। নেশার টাকা জোগাড় করতে মোবাইল চুরি করে বিক্রি করত সে। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আমরা স্বপনের সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার করতে চেষ্টা করছি।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির