হোম > অপরাধ > ঢাকা

যৌন হয়রানির অভিযোগ ছাত্রীর, ঢাবি শিক্ষকের কক্ষ সিলগালা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক ছাত্রী একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। 

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগে উল্লেখ করেছেন, গত ১১ নভেম্বর হলের বিষয়ে পরামর্শের জন্য ইনস্টিটিউটে গেলে অধ্যাপক নুরুল ইসলাম তাঁর কক্ষে ডেকে নেন। কথা বলার একপর্যায়ে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। ফোন নম্বর নেন এবং ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হোন। ভয় পেয়ে উঠে দাঁড়ালে শিক্ষকও উঠে তাঁকে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর নিজ এলাকায় চলে যান।

বুধবার (২৯ নভেম্বর) অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের কক্ষ সিলগালা, উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন ও অবস্থান এবং তিন দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া; দোষী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় থকে বহিষ্কার এবং তদন্ত প্রতিবেদন দেওয়ার আগে অভিযুক্ত শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা।

ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যাপক নুরুল ইসলামের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান শেষে তিন দফা দাবি নিয়ে উপাচার্য স্যারের সঙ্গে আলোচনা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) সিন্ডিকেট মিটিং রয়েছে, উনি (উপাচার্য) আমাদের আশ্বস্ত করেছেন, বিষয়টি আমলে নিয়েছেন।’

অভিযোগের বিষয়ে মন্তব্য চাইলে অধ্যাপক ড. নুরুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর একটি চিঠি পেয়েছি। পাশাপাশি ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও স্মারকলিপি দিয়েছে। নিয়ম অনুয়ায়ী যেভাবে অগ্রসর হওয়া প্রয়োজন সেভাবে অগ্রসর হব।’

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব