হোম > অপরাধ > ঢাকা

মামলায় সাক্ষ্য না দেওয়ায় দম্পতিকে কুপিয়েছেন বাড়ির মালিক

মামলায় সাক্ষ্য না দেওয়ায় ভাড়াটিয়া দম্পতিকে কুপিয়ে জখম করেছেন বাড়ির মালিক। ওই দম্পতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ির মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা। 

আজ বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ (রঙ্গিলা বাজার) এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনকারী ওই বাড়ির মালিক কুদ্দুছ শেখের ছেলে আসাদ মিয়া ওরফে (ডান্ডি) (৩৮)। 

নির্যাতনের শিকার দিনমজুর ময়মনসিংহের ফুলপুর থানার শিলপুর গ্রামের সুরুজ আলীর ছেলে আজহারুল ইসলাম ও তাঁর স্ত্রী পোশাককর্মী নাছিমা। তাঁরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

এ ব্যাপারে বাড়ির মালিক আসাদকে অভিযুক্ত করে নির্যাতনের শিকার আজহারুল ইসলাম শ্রীপুর থায়র লিখিত অভিযোগ দিয়েছেন। 

জানা গেছে, দুই মাস ধরে আসাদের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকছেন ওই দম্পতি। সম্প্রতি আসাদ বাদী হয়ে এলাকাবাসীর বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা করেন। ওই মামলা পিবিআই তদন্ত করছে। ওই দম্পতিকে সাক্ষী দিতে জোরাজুরি করা হয়। টাকার লোভ দেখিয়ে সাক্ষ্য দিতে বলা হয়। কিন্তু তাঁরা রাজি হননি। 

আহত আজহারুল ইসলাম বলেন, ‘সাক্ষ্য না দেওয়ার কারণে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দিতে থাকে। এর ধারাবাহিকতায় আজ সকালে ধারালো দা নিয়ে হঠাৎ আমার ডান হাতে কোপ মারে। আমার স্ত্রী নাসিমা এগিয়ে এলে তাকে শ্লীলতাহানি করে।’ 

অভিযুক্ত বাড়িওয়ালা আসাদ ডান্ডি বলেন, ‘আমি ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছি। তাঁরাও আমাকে মারধর করেছে।’ 

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা