হোম > অপরাধ > ঢাকা

মামলায় সাক্ষ্য না দেওয়ায় দম্পতিকে কুপিয়েছেন বাড়ির মালিক

মামলায় সাক্ষ্য না দেওয়ায় ভাড়াটিয়া দম্পতিকে কুপিয়ে জখম করেছেন বাড়ির মালিক। ওই দম্পতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ির মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা। 

আজ বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ (রঙ্গিলা বাজার) এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনকারী ওই বাড়ির মালিক কুদ্দুছ শেখের ছেলে আসাদ মিয়া ওরফে (ডান্ডি) (৩৮)। 

নির্যাতনের শিকার দিনমজুর ময়মনসিংহের ফুলপুর থানার শিলপুর গ্রামের সুরুজ আলীর ছেলে আজহারুল ইসলাম ও তাঁর স্ত্রী পোশাককর্মী নাছিমা। তাঁরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

এ ব্যাপারে বাড়ির মালিক আসাদকে অভিযুক্ত করে নির্যাতনের শিকার আজহারুল ইসলাম শ্রীপুর থায়র লিখিত অভিযোগ দিয়েছেন। 

জানা গেছে, দুই মাস ধরে আসাদের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকছেন ওই দম্পতি। সম্প্রতি আসাদ বাদী হয়ে এলাকাবাসীর বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা করেন। ওই মামলা পিবিআই তদন্ত করছে। ওই দম্পতিকে সাক্ষী দিতে জোরাজুরি করা হয়। টাকার লোভ দেখিয়ে সাক্ষ্য দিতে বলা হয়। কিন্তু তাঁরা রাজি হননি। 

আহত আজহারুল ইসলাম বলেন, ‘সাক্ষ্য না দেওয়ার কারণে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দিতে থাকে। এর ধারাবাহিকতায় আজ সকালে ধারালো দা নিয়ে হঠাৎ আমার ডান হাতে কোপ মারে। আমার স্ত্রী নাসিমা এগিয়ে এলে তাকে শ্লীলতাহানি করে।’ 

অভিযুক্ত বাড়িওয়ালা আসাদ ডান্ডি বলেন, ‘আমি ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছি। তাঁরাও আমাকে মারধর করেছে।’ 

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস