হোম > অপরাধ > ঢাকা

ট্রাইব্যুনালে কাজী ডেকে বিয়ে, এরপরই জামিন পেলেন ধর্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুক্তভোগীকে বিয়ে করার পর ধর্ষণ মামলার এক আসামির জামিন মিলেছে। আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর এজলাস কক্ষে এই ঘটনা ঘটে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আসামি তৌহিদুল ইসলাম বাড্ডা থানার একটি ধর্ষণ মামলার আসামি। দীর্ঘদিন কারাগারে ছিলেন। ধর্ষণের শিকার নারীকে বিয়ে করার পর তাঁকে জামিন দেওয়া হয়।

বিয়ের সময় উভয় পক্ষের আত্মীয়-স্বজন এমনকি আসামির দুই বছরের শিশু সন্তান আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে আসামিপক্ষের আইনজীবী আসামি ও ভুক্তভোগীর বিয়ে আদালতে সম্পন্ন করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। বিচারক সাবেরা সুলতানা খানম তা মঞ্জুর করেন। পরে কাজী ডেকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে পড়ানো হয়।

বাদীর আইনজীবী ফারুক আহমেদ এ কথা স্বীকার করেছেন। তিনি জানান, বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর ট্রাইব্যুনাল আসামিকে তাঁর বাবা জেবুল হক ও মামলার বাদীর জিম্মায় ৫ হাজার টাকা মুচলেকায় আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী একজন তরুণী। ২০২০ সালের জানুয়ারিতে আসামি তৌহিদুল ইসলামের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। কাজ শুরুর কিছুদিন পর থেকে আসামি তরুণীকে কুপ্রস্তাব দিতে থাকেন। ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে অসুস্থ হলে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। এরপর তরুণী ভিকটিম সাপোর্ট সেন্টারে একটি ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে তার বয়স দুই বছর।

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে