হোম > অপরাধ > ঢাকা

ট্রাইব্যুনালে কাজী ডেকে বিয়ে, এরপরই জামিন পেলেন ধর্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুক্তভোগীকে বিয়ে করার পর ধর্ষণ মামলার এক আসামির জামিন মিলেছে। আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর এজলাস কক্ষে এই ঘটনা ঘটে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আসামি তৌহিদুল ইসলাম বাড্ডা থানার একটি ধর্ষণ মামলার আসামি। দীর্ঘদিন কারাগারে ছিলেন। ধর্ষণের শিকার নারীকে বিয়ে করার পর তাঁকে জামিন দেওয়া হয়।

বিয়ের সময় উভয় পক্ষের আত্মীয়-স্বজন এমনকি আসামির দুই বছরের শিশু সন্তান আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে আসামিপক্ষের আইনজীবী আসামি ও ভুক্তভোগীর বিয়ে আদালতে সম্পন্ন করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। বিচারক সাবেরা সুলতানা খানম তা মঞ্জুর করেন। পরে কাজী ডেকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে পড়ানো হয়।

বাদীর আইনজীবী ফারুক আহমেদ এ কথা স্বীকার করেছেন। তিনি জানান, বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর ট্রাইব্যুনাল আসামিকে তাঁর বাবা জেবুল হক ও মামলার বাদীর জিম্মায় ৫ হাজার টাকা মুচলেকায় আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী একজন তরুণী। ২০২০ সালের জানুয়ারিতে আসামি তৌহিদুল ইসলামের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। কাজ শুরুর কিছুদিন পর থেকে আসামি তরুণীকে কুপ্রস্তাব দিতে থাকেন। ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে অসুস্থ হলে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। এরপর তরুণী ভিকটিম সাপোর্ট সেন্টারে একটি ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে তার বয়স দুই বছর।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট