হোম > অপরাধ > ঢাকা

ট্রাইব্যুনালে কাজী ডেকে বিয়ে, এরপরই জামিন পেলেন ধর্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুক্তভোগীকে বিয়ে করার পর ধর্ষণ মামলার এক আসামির জামিন মিলেছে। আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর এজলাস কক্ষে এই ঘটনা ঘটে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আসামি তৌহিদুল ইসলাম বাড্ডা থানার একটি ধর্ষণ মামলার আসামি। দীর্ঘদিন কারাগারে ছিলেন। ধর্ষণের শিকার নারীকে বিয়ে করার পর তাঁকে জামিন দেওয়া হয়।

বিয়ের সময় উভয় পক্ষের আত্মীয়-স্বজন এমনকি আসামির দুই বছরের শিশু সন্তান আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে আসামিপক্ষের আইনজীবী আসামি ও ভুক্তভোগীর বিয়ে আদালতে সম্পন্ন করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। বিচারক সাবেরা সুলতানা খানম তা মঞ্জুর করেন। পরে কাজী ডেকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে পড়ানো হয়।

বাদীর আইনজীবী ফারুক আহমেদ এ কথা স্বীকার করেছেন। তিনি জানান, বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর ট্রাইব্যুনাল আসামিকে তাঁর বাবা জেবুল হক ও মামলার বাদীর জিম্মায় ৫ হাজার টাকা মুচলেকায় আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী একজন তরুণী। ২০২০ সালের জানুয়ারিতে আসামি তৌহিদুল ইসলামের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। কাজ শুরুর কিছুদিন পর থেকে আসামি তরুণীকে কুপ্রস্তাব দিতে থাকেন। ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে অসুস্থ হলে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। এরপর তরুণী ভিকটিম সাপোর্ট সেন্টারে একটি ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে তার বয়স দুই বছর।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ