হোম > অপরাধ > ঢাকা

এতিম ছাত্রদের ব্যবহার করে বিত্তবৈভবের মালিক হেফাজত নেতারা: ডিবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজত নেতারা মাদ্রাসার গরিব ও এতিম ছাত্রদের ব্যবহার করে বিত্তবৈভবের মালিক হয়েছেন। দখল করেছেন মাদ্রাসা। অনেকে নারী বিলাসের মতো ঘটনায় জড়িয়েছেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

হেফাজত নেতাদের জিজ্ঞাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হেফাজত নেতাকর্মীদের নিয়ে গড়ে ওঠা ‘রাবেতাতুল ওয়ায়েজিন’ নামক সংগঠন ব্যবহার করে সারাদেশে ওয়াজ মাহফিলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

হেফাজতের নাশকতার ৬৫টি মামলার তদন্ত করছে ডিবি। পুলিশ সম্প্রতি হেফাজতের ১৪ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কোরআন হাদিস বোঝেন ও জানেন এমন কর্মকর্তাদের নিয়ে তিনটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে মূলত নাশকতার উদ্দেশ্য এবং কারা কীভাবে করেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। 

হেফাজত সরকার পতনের চক্রান্ত করেছে উল্লেখ করে মাহবুব আলম বলেন, ২০১৩ সালে সরকার পতনের অনেক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের চক্রান্ত ছিল। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র তারা একই ধরনের চক্রান্ত করে নাশকতা করেছে। হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন বলছে। কিন্তু তাদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল করেন। মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। দেশের বাইরে থাকা কিছু হেফাজতের কর্মী সমর্থক নাশকতার উস্কানি দিচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। 

হেফাজতের অর্থের উৎসের বিষয়ে মাহবুব আলম বলেন, হেফাজতে দেশের বাইরে থেকে বড় অংকের টাকা আসে। মাদ্রাসাকেন্দ্রীক টাকা আসে। এছাড়া দেশের মধ্য থেকেও তারা তহবিল সংগ্রহ করে। কোনো রাজনৈতিক দল তাদেরকে ফান্ড দিচ্ছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ