হোম > অপরাধ > ঢাকা

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময়ে এক যুবককে আটক করেছে র‍্যাব। আটক যুবকের নাম মো. সোহান শিকদার (২৪)। তিনি সাভার উপজেলার আলী আকবর শিকদারের ছেলে। 

এ সময় তাঁর কাছ থেকে পুলিশ লেখা একটি ট্রাকস্যুট, একটি মোটরসাইকেল, একটি সোল্ডারলাইট, একটি টর্সলাইট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-২-এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করা হয়। 

শিহাব করিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু দুষ্কৃতকারী পুলিশের পরিচয় ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুন রোডে অভিযান চালিয়ে পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেস্টিং ভেস্ট পরিহিত অবস্থায় ভুয়া পুলিশ মো. সোহান শিকদারকে আটক করা হয়। সোহান বাংলাদেশ পুলিশের একজন সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করে আসছিলেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর