হোম > অপরাধ > ঢাকা

আমিনবাজারে বিপুল পরিমাণ মাদক জব্দ, দম্পতিসহ গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আমিনবাজারে এক দম্পতিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিনবাজারের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৩০০ পুরিয়া হেরোইন জব্দ করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। এর আগে সকালে সাভারের আমিনবাজারের দুটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার রায়পুর থানার চড়বংশী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. মাসুদ (৪৫) ও তাঁর স্ত্রী বরিশাল জেলার মুলাদী থানার লক্ষীপুর গ্রামের মৃত কাশেমের মেয়ে মোসা. রিনা (৩৬)। এই দম্পতিকে আজ ভোরে আমিনবাজারের শিবপুর ব্রিজের পাশে নিজেদের ভাড়া বাসা থেকে ৩০০ পুরিয়া হেরোইন ও দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া একই এলাকার আরেকটি বাড়ি থেকে সকাল ৭টায় ৪ কেজি গাঁজাসহ মো. জাহিদ ওরফে লেটকাকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ আমিনবাজারের বড়দেশী গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

সাভার মডেল থানাধীন আমিনবাজার অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই মাদক কারবারি সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি