হোম > অপরাধ > ঢাকা

তেল কিনে প্রতারিত, পাম্পে যুবকের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কল্যাণপুরে সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার তেল কিনলেও গ্রাহককে দেওয়া হয় ৩২০ টাকার তেল। টাকা নিয়ে কম তেল দেওয়ার প্রতিবাদে স্টেশনে অবস্থান নিয়েছেন এক যুবক। ওই যুবকের নাম শেখ ইশতিয়াক আহমেদ (২৮)। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা।

ইশতিয়াক আহমেদ আজকের পত্রিকা’কে বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়ে দেখি তেল নেই। পরে অকটেন নেওয়ার জন্য সোহরাব সার্ভিস স্টেশনে গিয়ে আমি ৫০০ টাকার অকটেন দিতে বলি। পরে কাউন্টারে গিয়ে টাকা দিলে তারা আমাকে ৫০০ টাকার ভাউচার দিয়ে বাকি টাকা ফেরত দেয়। ৫০০ টাকার অকটেনে আমার গাড়ির ট্যাঙ্কি অনেকটা ভরে যায়। কিন্তু আমি যখন গাড়ি স্ট্যার্ট দিলাম তখন দেখি তেলের সিগন্যাল বাতিতে দেখি মাত্র দুটি বাতি জ্বলছে। পরে কাউন্টারে গিয়ে কথা বললে প্রথমে অস্বীকার করলেও পরে তারা আমাকে ফ্রিতে পুরো ট্যাঙ্কি ভরে দেওয়ার প্রলোভন দেখায়। কিন্তু তাতে রাজি হইনি। এখন ভোক্তা অধিকারে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানের বিষয়ে জানতে চাইলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ইশতিয়াক বলেন, ‘আমরা যারা রাস্তায় বাইক চালাই তারা বিভিন্ন পেট্রল পাম্প থেকে প্রতারিত হই। আমি চাই, টাকা দিয়েও সঠিক পরিমাণে তেল না দিয়ে ঠকানোর প্রতিবাদ করতে।’

তেল কম দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহরাব সার্ভিস স্টেশনের কেউ কথা বলতে রাজি হননি। তাঁদের দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। 

এ ব্যাপারে জানতে চাইলে দারুস্সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। ৩০০ টাকার তেল দিয়ে ৫০০ টাকা নেওয়ায় একজন প্রতিবাদ করেছেন। আমরা লোক পাঠিয়ে কাউকে পাইনি। পরে শুনেছি তিনি ভোক্তা অধিকারে অভিযোগ দিয়েছেন।’

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত স্মৃতিসৌধের ফটক, আশপাশের সড়কে যান চলাচল শুরু

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল

প্রতিপক্ষ পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে: রিজওয়ানা হাসান

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি