হোম > অপরাধ > ঢাকা

তেল কিনে প্রতারিত, পাম্পে যুবকের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কল্যাণপুরে সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার তেল কিনলেও গ্রাহককে দেওয়া হয় ৩২০ টাকার তেল। টাকা নিয়ে কম তেল দেওয়ার প্রতিবাদে স্টেশনে অবস্থান নিয়েছেন এক যুবক। ওই যুবকের নাম শেখ ইশতিয়াক আহমেদ (২৮)। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা।

ইশতিয়াক আহমেদ আজকের পত্রিকা’কে বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়ে দেখি তেল নেই। পরে অকটেন নেওয়ার জন্য সোহরাব সার্ভিস স্টেশনে গিয়ে আমি ৫০০ টাকার অকটেন দিতে বলি। পরে কাউন্টারে গিয়ে টাকা দিলে তারা আমাকে ৫০০ টাকার ভাউচার দিয়ে বাকি টাকা ফেরত দেয়। ৫০০ টাকার অকটেনে আমার গাড়ির ট্যাঙ্কি অনেকটা ভরে যায়। কিন্তু আমি যখন গাড়ি স্ট্যার্ট দিলাম তখন দেখি তেলের সিগন্যাল বাতিতে দেখি মাত্র দুটি বাতি জ্বলছে। পরে কাউন্টারে গিয়ে কথা বললে প্রথমে অস্বীকার করলেও পরে তারা আমাকে ফ্রিতে পুরো ট্যাঙ্কি ভরে দেওয়ার প্রলোভন দেখায়। কিন্তু তাতে রাজি হইনি। এখন ভোক্তা অধিকারে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানের বিষয়ে জানতে চাইলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ইশতিয়াক বলেন, ‘আমরা যারা রাস্তায় বাইক চালাই তারা বিভিন্ন পেট্রল পাম্প থেকে প্রতারিত হই। আমি চাই, টাকা দিয়েও সঠিক পরিমাণে তেল না দিয়ে ঠকানোর প্রতিবাদ করতে।’

তেল কম দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহরাব সার্ভিস স্টেশনের কেউ কথা বলতে রাজি হননি। তাঁদের দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। 

এ ব্যাপারে জানতে চাইলে দারুস্সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। ৩০০ টাকার তেল দিয়ে ৫০০ টাকা নেওয়ায় একজন প্রতিবাদ করেছেন। আমরা লোক পাঠিয়ে কাউকে পাইনি। পরে শুনেছি তিনি ভোক্তা অধিকারে অভিযোগ দিয়েছেন।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট