হোম > অপরাধ > ঢাকা

ঢিলের আঘাতে মেট্রোরেলের জানালা ক্ষতিগ্রস্ত, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকায় বহুতল ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে কোনো যাত্রী আহত না হলেও মেট্রোরেলের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভবনটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। 

রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি হাফিজুর রহমান জানান, রোববার সকালে মেট্রোরেলটি আগারগাঁও স্টেশন থেকে শেওড়াপাড়া হয়ে কাজীপাড়া দিয়ে উত্তরা যাচ্ছিল। শেওড়াপাড়া ও কাজীপাড়ার বর্ডার এলাকায় একটি ঢিল মেট্রোরেলের জানালায় পড়ে। রাস্তার পূর্ব পাশের কোনো এক ভবন থেকে ঢিলটি ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এতে যাত্রীরা কেউ আহত না হলেও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। দোষীদের শনাক্ত করতে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। পুলিশের একাধিক টিম কাজ করছে। ঢিলটি কোন ভবন থেকে এসেছে, আগে সেটি শনাক্ত করা হবে। তারপর অপরাধীদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন