হোম > অপরাধ > ঢাকা

রায়পুরায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় হত্যাসহ একাধিক মামলার আসামি বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশি ওয়ান শুটারগান ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়ে বলে জানিয়েছে পুলিশ। এরপর থানায় আবারও অস্ত্র মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার অস্ত্র উদ্ধারের ঘটনায় আশরাফুলের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মামলা করেন বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মাহবুবুর রহমান। এর আগে গতকাল সোমবার রায়পুরা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার একটি ঝোপ থেকে একটি দেশি ওয়ান শুটারগানসহ চারটি কার্তুজ উদ্ধার করা হয়। 

এসআই মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

আশরাফুল হক (৩২) উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাবা প্রয়াত সিরাজুল হক একই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৮ ডিসেম্বর উপজেলার দুর্গম চরাঞ্চলের বাশঁগাড়ী ইউনিয়নে দীর্ঘদিনের চলা আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আশরাফুল হক এবং বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আশরাফুল হকের সমর্থকদের গুলিতে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থক হায়দার আলী সবুজ (২০) নিহত হন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে আশরাফুলসহ ৩২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। 

ওই ঘটনার পর আগ্নেয়াস্ত্র উদ্ধারে মাঠে নামে পুলিশ। এর আগে দুই ইউপি চেয়ারম্যান গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেক প্রাণহানিসহ বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় আশরাফুলসহ তাঁর সমর্থকদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা করেন প্রতিপক্ষের লোকেরা। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ‘সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ১৮ ডিসেম্বর একটি হত্যাকাণ্ডের পর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।’ 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর