হোম > অপরাধ > ঢাকা

কালকিনিতে গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে গ্রাম পুলিশ নুরুল আমিন বাদশাকে (৫৫) কুপিয়েছে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নতুন চরদৌলতখান গ্রামে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন চরদৌলতখান গ্রামের মৃত আদম সরদারের ছেলে ও চরদৌলতখান ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার নুরুল আমিন বাদশা। তিনি আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন চরদৌলতখান গ্রামের হাতেম সরদারের বাড়ির সামনে এলে একদল দুর্বৃত্ত তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গ্রাম পুলিশ নুরুল আমিন বাদশাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা হতে পারে। ইতিমধ্যেই পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে। তা ছাড়া এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল দিচ্ছে।

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়ে তাঁরই পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

শাহজাহানপুরে লিফট মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কর্মীর মৃত্যু

নভেম্বরে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার