হোম > অপরাধ > ঢাকা

কালকিনিতে গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে গ্রাম পুলিশ নুরুল আমিন বাদশাকে (৫৫) কুপিয়েছে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নতুন চরদৌলতখান গ্রামে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন চরদৌলতখান গ্রামের মৃত আদম সরদারের ছেলে ও চরদৌলতখান ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার নুরুল আমিন বাদশা। তিনি আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন চরদৌলতখান গ্রামের হাতেম সরদারের বাড়ির সামনে এলে একদল দুর্বৃত্ত তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গ্রাম পুলিশ নুরুল আমিন বাদশাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা হতে পারে। ইতিমধ্যেই পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে। তা ছাড়া এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল দিচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু