হোম > অপরাধ > ঢাকা

জমিসংক্রান্ত বিরোধের জেরে মামাকে খুন, ভাগনে গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাগনের ছুরিকাঘাতে মামা খুনের ঘটনায় ভাগনে মহসিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জ জেলা সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানার পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন। 

মহসিন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসুদপুর গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে। তিনি তাঁর মাকে নিয়ে দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মামার বাড়িতে থাকতেন। অন্যদিকে নিহত আফজাল হোসেন রায়হান পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক ছিলেন। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে জমিসংক্রান্ত বিরোধের জেরে মামা আফজাল হোসেন রায়হানকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ভাগনে মহসিন মিয়া। গুরুতর আহত অবস্থায় রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ঘাতক ভাগনে মহসিন পলাতক ছিলেন। 

এ ঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে মহসিন মিয়াসহ দুজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়। 

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ