হোম > অপরাধ > ঢাকা

মামলার হাজিরা দিয়ে ফেরার পথে যুবককে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বকুল ফকির (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমির সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। 

বকুল ফকির রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার মো. রমজান আলী ফকিরের ছেলে। আদালতে বিচারাধীন একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার সময় হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

আহত বকুলের ভাই আব্দুল মান্নান ফকির জানান, প্রায় এক বছর ধরে আদালতে একটি মামলা চলছে। এ মামলায় তাঁরা বিবাদী পক্ষ। আজ আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। তার ভাই বকুলকে ছোড়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফরিদপুরে পাঠান। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। সোহাগ নামে এক যুবকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন