হোম > অপরাধ > ঢাকা

মামলার হাজিরা দিয়ে ফেরার পথে যুবককে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বকুল ফকির (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমির সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। 

বকুল ফকির রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার মো. রমজান আলী ফকিরের ছেলে। আদালতে বিচারাধীন একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার সময় হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

আহত বকুলের ভাই আব্দুল মান্নান ফকির জানান, প্রায় এক বছর ধরে আদালতে একটি মামলা চলছে। এ মামলায় তাঁরা বিবাদী পক্ষ। আজ আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। তার ভাই বকুলকে ছোড়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফরিদপুরে পাঠান। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। সোহাগ নামে এক যুবকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট