রাজবাড়ীতে বকুল ফকির (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমির সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
বকুল ফকির রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার মো. রমজান আলী ফকিরের ছেলে। আদালতে বিচারাধীন একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার সময় হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত বকুলের ভাই আব্দুল মান্নান ফকির জানান, প্রায় এক বছর ধরে আদালতে একটি মামলা চলছে। এ মামলায় তাঁরা বিবাদী পক্ষ। আজ আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। তার ভাই বকুলকে ছোড়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফরিদপুরে পাঠান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। সোহাগ নামে এক যুবকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।