হোম > অপরাধ > ঢাকা

আন্দোলনে কাউন্সিলরের পিস্তল দিয়ে গুলি ছোড়া যুবলীগ নেতা রুবেল গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাউন্সিলরের অস্ত্র দিয়ে গুলি করা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন রুবেলকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্র–জনতার ওপর গুলি করে হত্যার অভিযোগ রয়েছে উত্তরা ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ১ ওয়ার্ড যুবলীগের এ নেতার বিরুদ্ধে। ওই সময় তাঁর ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজের লাইসেন্স করা। 

র‍্যাব–১ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টেকপাড়া এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। 

রুবেল রাজধানীর দক্ষিণখান কাঁচাবাজার এলাকার আব্দুস সোবহানের ছেলে। 

র‍্যাব–১–এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় প্রকাশ্যে ছাত্র–জনতার ওপর গুলি করে হত্যার অভিযোগে টঙ্গী থেকে দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাহফুজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরে ছাত্র–জনতার ওপর পিস্তল দিয়ে গুলি করে হত্যা করার কথা স্বীকার করেছেন রুবেল। 

ওই অস্ত্রটি কার এবং রুবেলের বিরুদ্ধে কয়টি হত্যা মামলা রয়েছে জানতে চাইলে র‍্যাব–১–এর সিপিসি–২–এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম রুবেলকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘অস্ত্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজের। একটি দিয়ে কাউন্সিলর যুবরাজ নিজেই গুলি করেছেন, আরেকটি রুবেলকে দিয়েছেন।’ তবে সেটি লাইসেন্স করা কিনা সেটি তিনি জানাতে পারেননি। 

মেজর আহনাফ আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, রুবেলের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি এবং উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা রয়েছে। অন্যান্য থানাতেও তাঁর বিরুদ্ধে মামলা থাকতে পারে।’ 

রুবেলকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা জোনের টিমের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ আগস্ট উত্তরার ১১ নং সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে কাউন্সিলর যুবরাজের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের অস্ত্রশস্ত্র হাতে মারমুখী অবস্থানে দেখা যায়। পরবর্তীতে ছড়িয়ে পড়া সেই ঘটনার ভিডিও ফুটেজে রুবেলকে পিস্তল হাতে গুলি করতে দেখা গিয়েছিল। ওই দিনের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া যায়।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ