রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুটি জীবিত তক্ষকসহ একজনকে আটক করেছে থানা–পুলিশ। আটক ব্যক্তির নাম নিউটন চাকমা। আজ বুধবার সকালে যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী পকেট গেটের চেকপোস্টে তল্লাশি করে নিউটনের কাছ থেকে দুইটি তক্ষক উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, চেকপোস্টে নিয়মিত তল্লাশি করার সময় সন্দেহ হয়ে নিউটনকে। পরে তাঁর কাছ থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নিউটন পুলিশকে জানিয়েছে, এই তক্ষকগুলো খাগড়াছড়ি থেকে এনে ফরিদপুরের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল তাঁর।
মনির আরও বলেন, দীর্ঘদিন যাবৎ একটি চক্র বন্য প্রাণীর অবৈধ কারবার করে আসছিল। নিউটন সেই চক্রের কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আর তক্ষকগুলো হস্তান্তর করা হবে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে। আটক নিউটনের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।