হোম > অপরাধ > ঢাকা

রুট পরিবর্তন করে নৌপথে ঢাকায় আসছে ইয়াবা: ডিএনসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রুট পরিবর্তন করে ঢাকায় ইয়াবার চালান ঢুকছে। নিয়মিত বিমান ও স্থলপথে ইয়াবা আসলেও মাদক কারবারিরা তাঁদের রুট পরিবর্তন করে এখন নৌপথকে বেশি ব্যবহার করছেন। মাদক কারবারিরা ঢাকার আশপাশের জেলায় ইয়াবা মজুত করেন। এরপর সুযোগ বুঝে নৌপথে ঢাকায় চালান পাঠান। 

আজ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অতিরিক্ত পরিচালক ও বিভাগীয় প্রধান মো. মজিবুর রহমান পাটওয়ারী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে গতকাল সদরঘাট এলাকা থেকে ডিএনসির ঢাকা মহানগর উত্তরের একটি টিম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ফাতেমা (৩৫) ও মোছা. মমিনা বেগম (২০)। তাঁদের কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীর বাড়ি কক্সবাজারের টেকনাফে। 

মজিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তাঁরা টেকনাফ থেকে প্রথমে ইয়াবার চালান নিয়ে চাঁদপুরে আসেন। পরবর্তীকালে লঞ্চে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসেন। তাঁদের সঙ্গে থাকা লাগেজের বিশেষ চেম্বারে ইয়াবাগুলো  লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা একই পদ্ধতি অবলম্বন করে একাধিক ইয়াবার চালান ঢাকায় নিয়ে এসেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট