হোম > অপরাধ > ঢাকা

রুট পরিবর্তন করে নৌপথে ঢাকায় আসছে ইয়াবা: ডিএনসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রুট পরিবর্তন করে ঢাকায় ইয়াবার চালান ঢুকছে। নিয়মিত বিমান ও স্থলপথে ইয়াবা আসলেও মাদক কারবারিরা তাঁদের রুট পরিবর্তন করে এখন নৌপথকে বেশি ব্যবহার করছেন। মাদক কারবারিরা ঢাকার আশপাশের জেলায় ইয়াবা মজুত করেন। এরপর সুযোগ বুঝে নৌপথে ঢাকায় চালান পাঠান। 

আজ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অতিরিক্ত পরিচালক ও বিভাগীয় প্রধান মো. মজিবুর রহমান পাটওয়ারী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে গতকাল সদরঘাট এলাকা থেকে ডিএনসির ঢাকা মহানগর উত্তরের একটি টিম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ফাতেমা (৩৫) ও মোছা. মমিনা বেগম (২০)। তাঁদের কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীর বাড়ি কক্সবাজারের টেকনাফে। 

মজিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তাঁরা টেকনাফ থেকে প্রথমে ইয়াবার চালান নিয়ে চাঁদপুরে আসেন। পরবর্তীকালে লঞ্চে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসেন। তাঁদের সঙ্গে থাকা লাগেজের বিশেষ চেম্বারে ইয়াবাগুলো  লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা একই পদ্ধতি অবলম্বন করে একাধিক ইয়াবার চালান ঢাকায় নিয়ে এসেছেন।

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ