হোম > অপরাধ > ঢাকা

রুট পরিবর্তন করে নৌপথে ঢাকায় আসছে ইয়াবা: ডিএনসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রুট পরিবর্তন করে ঢাকায় ইয়াবার চালান ঢুকছে। নিয়মিত বিমান ও স্থলপথে ইয়াবা আসলেও মাদক কারবারিরা তাঁদের রুট পরিবর্তন করে এখন নৌপথকে বেশি ব্যবহার করছেন। মাদক কারবারিরা ঢাকার আশপাশের জেলায় ইয়াবা মজুত করেন। এরপর সুযোগ বুঝে নৌপথে ঢাকায় চালান পাঠান। 

আজ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অতিরিক্ত পরিচালক ও বিভাগীয় প্রধান মো. মজিবুর রহমান পাটওয়ারী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে গতকাল সদরঘাট এলাকা থেকে ডিএনসির ঢাকা মহানগর উত্তরের একটি টিম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ফাতেমা (৩৫) ও মোছা. মমিনা বেগম (২০)। তাঁদের কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীর বাড়ি কক্সবাজারের টেকনাফে। 

মজিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তাঁরা টেকনাফ থেকে প্রথমে ইয়াবার চালান নিয়ে চাঁদপুরে আসেন। পরবর্তীকালে লঞ্চে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসেন। তাঁদের সঙ্গে থাকা লাগেজের বিশেষ চেম্বারে ইয়াবাগুলো  লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা একই পদ্ধতি অবলম্বন করে একাধিক ইয়াবার চালান ঢাকায় নিয়ে এসেছেন।

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড