হোম > অপরাধ > ঢাকা

উত্তরখান থেকে ইয়াবাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখান থেকে ইয়াবাসহ মো. আল আমিন ওরফে মিন্টু (৩০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাজীপুর সদরের ছোট দেওরা এলাকার আব্দুল মান্নানের ছেলে। উত্তরখানের মাউসাইদ এলাকা থেকে গতকাল সোমবার (৯ মে) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, সাতটি মোবাইল ফোন, দুটি মানিব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি স্ক্রু-ড্রাইভার জব্দ করা হয়।

উত্তরখান থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘মাউসাইদ এলাকা থেকে ইয়াবা, ছিনতাইকৃত মোবাইল, মানিব্যাগ ও এই কাজে ব্যবহৃত স্ক্রু-ড্রাইভারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

ওসি বলেন, ‘মিন্টু গাজীপুরের জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এলাকায় বাস ও ট্রেনে ছিনতাই করত। কেউ তাঁকে ছিনতাইয়ের সময় ধরে ফেললে ধারালো অস্ত্র ও স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করে পালিয়ে যেত।’

আব্দুল মজিদ জানান, মিন্টুর নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে।

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ