হোম > অপরাধ > ঢাকা

উত্তরখান থেকে ইয়াবাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখান থেকে ইয়াবাসহ মো. আল আমিন ওরফে মিন্টু (৩০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাজীপুর সদরের ছোট দেওরা এলাকার আব্দুল মান্নানের ছেলে। উত্তরখানের মাউসাইদ এলাকা থেকে গতকাল সোমবার (৯ মে) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, সাতটি মোবাইল ফোন, দুটি মানিব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি স্ক্রু-ড্রাইভার জব্দ করা হয়।

উত্তরখান থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘মাউসাইদ এলাকা থেকে ইয়াবা, ছিনতাইকৃত মোবাইল, মানিব্যাগ ও এই কাজে ব্যবহৃত স্ক্রু-ড্রাইভারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

ওসি বলেন, ‘মিন্টু গাজীপুরের জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এলাকায় বাস ও ট্রেনে ছিনতাই করত। কেউ তাঁকে ছিনতাইয়ের সময় ধরে ফেললে ধারালো অস্ত্র ও স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করে পালিয়ে যেত।’

আব্দুল মজিদ জানান, মিন্টুর নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা