হোম > অপরাধ > ঢাকা

উত্তরখান থেকে ইয়াবাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখান থেকে ইয়াবাসহ মো. আল আমিন ওরফে মিন্টু (৩০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাজীপুর সদরের ছোট দেওরা এলাকার আব্দুল মান্নানের ছেলে। উত্তরখানের মাউসাইদ এলাকা থেকে গতকাল সোমবার (৯ মে) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, সাতটি মোবাইল ফোন, দুটি মানিব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি স্ক্রু-ড্রাইভার জব্দ করা হয়।

উত্তরখান থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘মাউসাইদ এলাকা থেকে ইয়াবা, ছিনতাইকৃত মোবাইল, মানিব্যাগ ও এই কাজে ব্যবহৃত স্ক্রু-ড্রাইভারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

ওসি বলেন, ‘মিন্টু গাজীপুরের জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এলাকায় বাস ও ট্রেনে ছিনতাই করত। কেউ তাঁকে ছিনতাইয়ের সময় ধরে ফেললে ধারালো অস্ত্র ও স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করে পালিয়ে যেত।’

আব্দুল মজিদ জানান, মিন্টুর নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’