হোম > অপরাধ > ঢাকা

শাহবাগে তরুণী লাঞ্ছনার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্যার এফ রহমান হলের সামনে বুধবার রাত সোয়া ১২টার দিকে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫। 

আজ শুক্রবার বিকেলে মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। তিনি বলেন, ‘লাঞ্ছনার ঘটনায় ওই তরুণী মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় মামলা হয়েছে।’ 

অভিযুক্তকে শনাক্তের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি বলেন, ‘ভিকটিমের বক্তব্য অনুযায়ী আসামি হেলমেট পরা ছিলেন। চেহারার ওভাবে বর্ণনা পাইনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে পারব।’ 

২৩ বছর বয়সী ওই তরুণী মামলায় উল্লেখ করেছেন, বুধবার রাতে তাঁর ভাইয়ের বাসা ধানমন্ডি থেকে তিনি রিকশায় পুরান ঢাকায় নিজের বাসায় যাচ্ছিলেন। রাত ১২টা ১৭ থেকে ১২টা ২২ মিনিটের মধ্যে নীলক্ষেত থেকে যখন টিএসসির দিকে যান, তখন কলা ভবনের কাছাকাছি ঘটনাটি ঘটে। 

তরুণী মামলার এজাহারে বলেন, ‘আমি আপসেট হয়ে পড়ি, তাই জায়গাটা সঠিক বলতে পারছি না। আমি হেডফোনে গান শুনছিলাম। আমার রিকশার বাম সাইডে হঠাৎ বাইকে একটা লোক এসে আমার বুকে হাত দেয় এবং খুব জোরে টান দেয়। এতে আমার জামাটা ছিঁড়ে যায়।’ 

ওই তরুণী আরও উল্লেখ করেন, ‘ওই লোক যাওয়ার সময় রাগান্বিত চোখে আমাকে কিছু একটা বলতে বলতে যাচ্ছিল। তখন রিকশাওয়ালাকে বলেছিলাম তাকে আটকানোর জন্য, কিন্তু আটকানো সম্ভব হয়নি। সে দ্রুত বাইক চালিয়ে চলে যায়। ওই লোক বাইকে একাই ছিল। হেলমেট পরা ছিল। ভয়ে বাইকটার নম্বরও লক্ষ করতে পারিনি।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ