হোম > অপরাধ > ঢাকা

নরসিংদীতে ২ ছাত্রদল নেতা হত্যা মামলায় খায়রুল কবিরের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদীতে ছাত্রদলের দু-পক্ষের সংঘর্ষে দুই নেতা নিহতের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। 
 
নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে দুই নেতা নিহতের ঘটনার মামলায় গত ৫ জুন ছয় সপ্তাহের আগাম জামিন নেন খায়রুল কবির খোকন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আর খায়রুল কবির খোকনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। 

আদালত সূত্রে জানা যায়, নরসিংদী ছাত্রদলের জেলা কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা সাদেক ও মাইনুদ্দিনের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ মে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত নেতারা। মিছিলটি চিনিশপুর বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার সময় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। 
 
ওই সময় হামলায় আহত হন সাদেকুর ও আশরাফুল নামের দুই নেতা। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। ওই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। যার প্রধান আসামি করা হয় নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান