হোম > অপরাধ > ঢাকা

নরসিংদীতে ২ ছাত্রদল নেতা হত্যা মামলায় খায়রুল কবিরের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদীতে ছাত্রদলের দু-পক্ষের সংঘর্ষে দুই নেতা নিহতের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। 
 
নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে দুই নেতা নিহতের ঘটনার মামলায় গত ৫ জুন ছয় সপ্তাহের আগাম জামিন নেন খায়রুল কবির খোকন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আর খায়রুল কবির খোকনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। 

আদালত সূত্রে জানা যায়, নরসিংদী ছাত্রদলের জেলা কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা সাদেক ও মাইনুদ্দিনের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ মে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত নেতারা। মিছিলটি চিনিশপুর বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার সময় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। 
 
ওই সময় হামলায় আহত হন সাদেকুর ও আশরাফুল নামের দুই নেতা। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। ওই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। যার প্রধান আসামি করা হয় নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে।

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া