হোম > অপরাধ > ঢাকা

নরসিংদীতে ২ ছাত্রদল নেতা হত্যা মামলায় খায়রুল কবিরের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদীতে ছাত্রদলের দু-পক্ষের সংঘর্ষে দুই নেতা নিহতের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। 
 
নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে দুই নেতা নিহতের ঘটনার মামলায় গত ৫ জুন ছয় সপ্তাহের আগাম জামিন নেন খায়রুল কবির খোকন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আর খায়রুল কবির খোকনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। 

আদালত সূত্রে জানা যায়, নরসিংদী ছাত্রদলের জেলা কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা সাদেক ও মাইনুদ্দিনের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ মে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত নেতারা। মিছিলটি চিনিশপুর বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার সময় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। 
 
ওই সময় হামলায় আহত হন সাদেকুর ও আশরাফুল নামের দুই নেতা। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। ওই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। যার প্রধান আসামি করা হয় নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা