হোম > অপরাধ > ঢাকা

সোনারগাঁয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে ভাড়া নিয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার বিকেলে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাঁড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার চালক রজ্জব আলী (৫০) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে।

নিহত ব্যক্তির ছেলে সানাউল্লাহ মিয়া বলেন, ‘আজ সকাল ৮টা দিকে অটোরিকশা নিয়ে বের হন বাবা। বিকেলে থানা থেকে কল দিয়ে জানানো হয় আমার বাবাকে কে বা কারা হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে।’ 

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘আমার একটি ছেলে, দুটি মেয়ে। আমার স্বামী খুবই সহজ-সরল মানুষ। অটোরিকশা চালিয়ে আমাদের পুরো পরিবারের ভরণ-পোষণ করেন। আমি এ হত্যার বিচার চাই।’ 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহতের গলায় ধরাল অস্ত্রের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রীবেশে উঠে পরিকল্পিতভাবে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২