হোম > অপরাধ > ঢাকা

সিঙ্গাইরে ছিনতাইয়ের ঘটনায় ১ জনকে হত্যা, ৩ জন গ্রেপ্তার

প্রতিনিধি, সিঙ্গাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিঙ্গাইরে মো. সোহান মিয়া (১৭) নামে এক যুবককে জবাই করে হত্যার পর হ্যলোবাইক ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটেছে এবং রাতেই অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার এ ঘটনায় ছিনতাই চক্রের তিন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত মো. সোহান মিয়া (১৭) উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের গোলাম আলী ওরফে গোলার ছেলে। সে দশম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দক্ষিণ নওগাঁ গ্রামের হারুন রশীদের ছেলে আউয়াবিন মিয়া (২০), বরিশালের কোতোয়ালি থানার জর্জতলা গ্রামের মো. নুরু মুন্সির ছেলে মো. সাগর মুন্সি (১৯), বাবল খলিফার ছেলে মো. হোসাইন খলিফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউনে স্কুল বন্ধ থাকায় কয়েক মাস ধরে সোহান হ্যালোবাইক চালিয়ে পরিবারকে আর্থিক সহযোগিতা করত। প্রতিদিনের মতো সোমবার সে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। ছিনতাই চক্রের সদস্যরা খাসেরচর বাজার হতে ধল্লা বাজার যাওয়ার জন্য হ্যালোবাইকটি ভাড়া করে। ধল্লা-খাসেরচর সড়কের হঠাৎপুর এলাকায় একটি পেঁপে বাগানে সোহানকে জবাই করে হত্যার পর হ্যলোবাইক ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে সিঙ্গাইর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই দিন সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠান।

সিঙ্গাইর থানার পুলিশ অভিযান চালিয়ে রাতে সাভারের তেঁতুলঝোরা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাই হওয়া হ্যালোবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল কালাম বলেন, গ্রেপ্তারকৃত তিন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুব দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ