হোম > অপরাধ > ঢাকা

পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিনিধি, মাদারীপুর

পাওনা টাকা চাওয়ায় ছোট ভাই কালাম ব্যাপারীর লাঠির আঘাতে বড় ভাই ফালান ব্যাপারী (৫৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্বজনরা জানান, চার মাস আগে সাহেবরামপুরের আন্ডারচর গ্রামের ফালান ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারীর কাছ থেকে কালাম ব্যাপারী জমি বিক্রি বাবদ বায়না হিসেবে ১৪ হাজার টাকা নেন। তার কিছুদিন পরেই জমি দলিল না দিয়ে তাল বাহানা করতে থাকে কালাম ব্যাপারী। এতে শামীম তাঁর চাচার কাছে জমি দলিল দেওয়ার দাবি করে। কিন্তু জমির দলিল না দিয়ে ৪ হাজার টাকা ভাতিজা শামীম ব্যাপারীকে ফেরত দেন তিনি। কিন্তু বাকি ১০ হাজার টাকা বেশ কিছুদিন হলেও ফেরত না দেওয়ায় ফালান ব্যাপারী আজ বেলা সাড়ে ১২টার দিকে কালাম ব্যাপারীর কাছে চাইতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই কালাম ব্যাপারী ঘরের দরজার লাঠি দিয়ে তাঁর বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। 

খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়ে দেন। এ ঘটনার পরই কালাম ব্যাপারী পরিবার নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে নিহত ফালান ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারী বলেন, জমি বিক্রির জন্য টাকা নিলেও আমার চাচা জমি দলিল করে দেয়নি। এ নিয়ে আমি ও আমার বাবা চাচাকে কয়েকবার বুঝিয়েছি। কিন্তু তাতে সে কর্ণপাত করেনি। আজ দুপুরে আমার বাবা টাকা ফেরত চাইলে চাচা আমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে আমার বাবা মারা যান। 

শামীম ব্যাপারী আরও বলেন, মাত্র ১০ হাজার টাকার জন্য এমন নৃশংস হত্যা মানা যায় না। আমরা কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করব। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই। 

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ঘটনার খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি দেশীয় রামদা ও দরজার লাঠি জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে কালাম ব্যাপারী ঘটনার পর থেকেই পালিয়ে আছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন  করা হয়েছে। 

অভিযোগের বিষয়ে জানতে কালাম ব্যাপারী ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল করা হলে তাঁদের পাওয়া যায়নি। 

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১