হোম > অপরাধ > ঢাকা

নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সুমন মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের দাবি, ইট-বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার পৌর শহরতলির ঘোড়াদিয়া এলাকায় সুমনকে কুপিয়ে জখম করা হয়। গতকাল দিবাগত রাত দেড়টার দিকেঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সুমন মিয়া (৩৬) সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার ছোবান মিয়ার ছেলে। তিনি ইট, বালুর ব্যবসা করতেন। 

পুলিশ ও সুমনের স্বজন সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দাসপাড়া মহল্লায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাড়ি ফিরছিলেন সুমন মিয়া। রাত ১০টার দিকে ঘোড়াদিয়া সংগীতা এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদ সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা সুমনকে ঢামেক হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত স্বজনেরা এখনো মামলা করেননি।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান