হোম > অপরাধ > ঢাকা

ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বিকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বাঞ্চলের আসাদুজ্জামান বিকু। 

গতকাল বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার পারভেজ খান এ ফল ঘোষণা করেন। এর আগে গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। 

সভাপতি পদে তমাল ও সাধারণ সম্পাদক পদে বিকু ১৪২টি করে ভোট পেয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম (১০৯ ভোট), যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সুমন (১৪৩), অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু (১৩৯) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল (১৬২)। 

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে বিজয়ী হয়েছেন, আনামুর রহমান রনি (১৬২), সিরাজুল ইসলাম (১৬১) এবং জাকারিয়া (৭৮)। 

এছাড়া ছয়টি পদে নয়জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন- সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, দপ্তর সম্পাদক ইসমাঈল হোসেন ইমু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, কল্যাণ সম্পাদক  নাহিদ তন্ময় ও আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম।

রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্র্যাবের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। এতে এক বছরের জন্য ১৫ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন