হোম > সারা দেশ > ঢাকা

বাসে আচার খাইয়ে যাত্রীকে অচেতন, অজ্ঞান পার্টির ৫ সদস্যকে পিটুনি

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীতে চলন্ত বাসে এক যাত্রীকে চেতনানাশক খাইয়ে অচেতন করে টাকা লুট করার সময় অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে পিটুনি দিয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। পরে তাঁরা বাস থামিয়ে ওই পাঁচ সদস্যকে হাতিরঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অচেতন বাসযাত্রী আব্দুল মান্নানকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গণপিটুনিতে আহত পাঁচজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাঁরা হলেন আব্দুর রশিদ (৪৭), কামাল হোসেন (৪৫), বেল্লাল হোসেন (২৪), নুর আলম (৪৬) ও উসমান আলী (৪০)।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, আব্দুল মান্নানের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়। রাজধানীর উত্তরায় একটি ভবনের তত্ত্বাবধায়ক তিনি। আজ দুপুরে গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের একটি বাসে ওই পাঁচ ব্যক্তি তাঁকে আচারজাতীয় বস্তু খাওয়ান। খাওয়ার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাঁরা তাঁর কাছে থাকা প্রায় ৬০ হাজার টাকা লুট করার চেষ্টা করেন। বাসে থাকা শিক্ষার্থীরা তা টের পেয়ে তাঁদের গণপিটুনি দেন এবং তাঁদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করেন। শিক্ষার্থীরা এরপর হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে বাস থামিয়ে অজ্ঞান পার্টির সদস্যদের থানায় নিয়ে আসেন। গণপিটুনিতে আহত পাঁচজনকে আটক করার পর ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট