হোম > অপরাধ > ঢাকা

১১৩ শিক্ষার্থীকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল ঢাবি

ঢাবি প্রতিনিধি

বিভিন্ন অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সিন্ডিকেট। এর মধ্যে চারজনকে স্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। 

আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

সভা সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গত বছরের ৩১ অক্টোবর রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্তা, অসদাচরণ ও বিভিন্ন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

এ ছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে তিনজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে এবং ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। 

এ ব্যাপারে অধ্যাপক মাকসুদ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত সুপারিশ হিসেবে গ্রহণ করে ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। ১১৪ জনকে শাস্তির জন্য সুপারিশ করেছিল ডিসিপ্লিনারি বোর্ড, এর মধ্যে ১১৩ জনকে শাস্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়। একজনের বিষয়ে রিভিউ হবে, পরবর্তী মিটিংয়ে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট