হোম > অপরাধ > ঢাকা

১১৩ শিক্ষার্থীকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল ঢাবি

ঢাবি প্রতিনিধি

বিভিন্ন অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সিন্ডিকেট। এর মধ্যে চারজনকে স্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। 

আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

সভা সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গত বছরের ৩১ অক্টোবর রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্তা, অসদাচরণ ও বিভিন্ন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

এ ছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে তিনজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে এবং ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। 

এ ব্যাপারে অধ্যাপক মাকসুদ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত সুপারিশ হিসেবে গ্রহণ করে ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। ১১৪ জনকে শাস্তির জন্য সুপারিশ করেছিল ডিসিপ্লিনারি বোর্ড, এর মধ্যে ১১৩ জনকে শাস্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়। একজনের বিষয়ে রিভিউ হবে, পরবর্তী মিটিংয়ে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে