হোম > অপরাধ > ঢাকা

ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র অধিকার নেতা লুৎফরকে মারধরের অভিযোগ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে ছাত্র অধিকার পরিষদের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক লুৎফর রহমানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাবি টিএসসির ডাচ বাংলা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত লুৎফরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট বলে দাবি করেছেন করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা।

ঘটনার বর্ণনা দিয়ে ঢাবি ছাত্র অধিকার পরিষদের সংগঠক আসিফ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় টিএসসিতে সিলসিলা ব্যান্ডের গান করার কথা ছিল। আমরা গিয়ে দেখি ছাত্রলীগের কয়েক নেতা কর্মী সেখানে ঘোরাঘুরি করছে। তখন আমরা সেখান থেকে চলে আসি। লুৎফর ভাইকেও চলে আসতে বলি, ততক্ষণে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে ১০ থেকে ১২ জন জড়ো হয়ে লুৎফর ভাইয়ের ওপর হামলা করে।’

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর আজকের পত্রিকাকে জানান, তানভীর হাসান সৈকত সন্ধ্যা থেকেই টিএসসিতে টহল দিচ্ছিলেন নেতা কর্মীদের নিয়ে। এ সময় তাঁর নির্দেশেই কর্মীরা ছাত্র অধিকার পরিষদের ওই নেতাকে একা পেয়ে মারধর করেছে, রক্তাক্ত করেছে।

সরেজমিনে ঢামেকের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, লুৎফর রহমানের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হাত ও পায়ের বিভিন্ন ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একজন ভিক্ষুক মহিলার বাচ্চাকে বই দেওয়ার জন্য গিয়েছিলাম। কারও সঙ্গে কথা কাটাকাটিও হয়নি, আমার কর্মীরা আমার সঙ্গে ছিল তারাও মারধর করেনি। ছাত্রলীগ মারধরের রাজনীতি করে না। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট তথ্য তারা ছড়াচ্ছে মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য। লাইভে এসে তারা গুজব ছড়ায়, সরকারেরও পতন করে ফেলে।’ লাইমলাইটে আসার জন্য এসব মিথ্যা তথ্য ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা ছড়াচ্ছে বলেও উল্লেখ করেন সৈকত।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো বিষয়টি জানি না। খোঁজ নিচ্ছি।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট