হোম > অপরাধ > ঢাকা

ঢাকার কূটনৈতিক এলাকায় পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী গুলশানের কূটনৈতিক এলাকায় পেট্রোল বোমাসহ দেলোয়ার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় গুলশানের থাইল্যান্ড দূতাবাস সংলগ্ন সড়কে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর গাড়িতে তিনি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। হামলার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

গুলশান থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, দেলোয়ারের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই আমির হোসেন। 

সিটিটিসি জানিয়েছে, দেলোয়ারকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জঙ্গিবাদে তিনি এলোমেলো তথ্য দিচ্ছেন। তিনি মানসিক ভারসাম্যহীন নাকি জঙ্গিবাদে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।

গুলশান থানা-পুলিশ জানায়, দেলোয়ার এআইইউবি’র মাইক্রোবাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। গাড়িতে সেসময় এআইইউবির সিনিয়র এক্সিকিউটিভ নজরুল ইসলাম ও জুনিয়র এক্সিকিউটিভ নাজমুল হাসান ছিলেন। সামান্য আহত হলেও তাৎক্ষণিকভাবে তাঁরা স্থানীয় পথচারীদের সহায়তায় দেলোয়ারকে আটক করেন। পরে পুলিশ তাঁর ব্যাগ থেকে ওই সময় দেড় লিটার তরল পদার্থ, দুইটি ছুরি ও জাপানি নাগরিকত্বের একটি কার্ড উদ্ধার করে।
 
দেলোয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছে, দেলোয়ারের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার জার্মিত্তা এলাকায়। তিনি দীর্ঘ দিন জাপানে ছিলেন। বছরখানেক আগে দেশে ফিরে গ্রামের বাড়িতে বসবাস করছিলেন। তিনি হামলার জন্য গুলশানে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। দেলোয়ারের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ইলেকট্রনিক ডিভাইস ও কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। 

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি