হোম > অপরাধ > ঢাকা

পরীমণিকে ধর্ষণ চেষ্টা মামলায় নাসির ও অমির জামিন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: পরীমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তাঁর বন্ধু তুহিন সিদ্দিকী অমি। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে পরীমণির মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। রিমান্ডের আবেদন না থাকায় তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে তাঁদের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২৩ জুন দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ১৪ জুন ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও অমির বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন অভিনেত্রী পরীমণি। ওই দিন এই দুজনকে তিন নারীসহ উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার করা মাদক মামলায় প্রথমে তাদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর নারী শিশু আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গত ৮ জুন গভীর রাতে মিরপুরের বেড়িবাঁধে ঢাকা বোট ক্লাবে গেলে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরীমণি। প্রথমে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এবং সংবাদ সম্মেলন ডেকে ঘটনার বর্ণনা দেন তিনি।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪