হোম > অপরাধ > ঢাকা

দেশে ফিরে ইরাকি মালিককে ব্ল্যাকমেল, গাজীপুরে যুবক গ্রেপ্তার

ইরাকে কেয়ারটেকারের চাকরি করতেন গাজীপুরের আনিছুর রহমান। সেখানে গোপনে মোবাইল ফোনে মালিকের আপত্তিকর ভিডিও ধারণ করেন। দেশে এসে সেই ভিডিও ইরাকি মালিকের ফোনে পাঠিয়ে দুই লাখ ডলার চাঁদা দাবি করেন। টাকা না দিলে ওই ভিডিও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। 

এ ঘটনায় ইরাকি মালিকের ছেলে দাবান কাওয়া গারিব বাংলাদেশে এসে আনিছুরের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে গাজীপুরের শ্রীপুর থানায় মামলা করেছেন। এরপর আনিছুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ভুক্তভোগী ইরাকের কিরকুক নগরীর শরিজা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

অভিযুক্ত মো. আনিছুর রহমান (৩২) উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের প্রহ্লাদপুর গ্রামের মো. শহিদুল্লার ছেলে। তিনি বেশ কয়েক বছর ইরাকে ছিলেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন জানান, আনিছুর রহমান ইরাকে ওই মালিকের বাসায় কেয়ারটেকারের কাজ করতেন। গোপনে মালিকের আপত্তিকর ভিডিও ধারণ করে রাখেন ফোনে। পরে দেশে ফিরে ওই ভিডিও মালিকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দুই লাখ ডলার চাঁদা দাবি করেন। এ ঘটনায় ইরাকি মালিকের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযুক্ত আনিছুরকে আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, আনিছুর রহমান ইরাকে কাওয়া নামে এক ইরাকি নাগরিকের বাসায় ২০২১ সাল থেকে কেয়ারটেকারের কাজ করতেন। গত ১৭ মে তিনি দেশে ফেরেন। এরপর ভুক্তভোগী ও তাঁর ছেলের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে টাকা দাবি করেন। প্রতিকার পেতে বাংলাদেশে এসে শ্রীপুর থানায় আনিছুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সেই ইরাকি নাগরিকের ছেলে। 

অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় আনিছুরের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদা দাবির অভিযোগে মামলা রুজু হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন