হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুরে অপহরণ ৬ দিনেও উদ্ধার হয়নি কিশোরী

গাজীপুরের শ্রীপুরে অপহরণের ৬ দিন পার হলেও উদ্ধার হয়নি কিশোরী ১৪ বছর বয়সী এক কিশোরী। গত ১৬ জুলাই দুপুর ১টার সময় শ্রীপুর গার্লস স্কুল মোড় থেকে তাকে অপহরণ করা হয়। 

এ ব্যাপারে অপহৃত কিশোরীর বড় বোন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর পৌর শহরের শান্তিবাগ এলাকার সজিব মিয়া (২২) নামের এক যুবক জাকির হোসেন নামে এক ব্যক্তির মাধ্যমে কিশোরীকে বিয়ের করার জন্য প্রস্তাব দেন। কিশোরী নাবালিকা হওয়ায় বিয়ে দিতে অসম্মতি জানান কিশোরীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে সজিব তাঁর কয়েকজন সঙ্গী নিয়ে প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন। অভিযুক্তরা ওই কিশোরীকে অপহরণ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

অপহৃত কিশোরীর বোন বলেন, ‘অপহরণকারীদের পরিবারের পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমার বোন কোথায়, কী অবস্থায় আছে, আমার জানা নেই। ৬ দিনেও আমার বোনকে উদ্ধার করতে পারেনি পুলিশ।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ আজকের পত্রিকাকে বলেন, কিশোরী অপহরণের বিষয়ে অপহৃতের বোন একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে। কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। ওই কিশোরী ও তার পরিবার ওই এলাকায় ভাড়া থাকেন। 

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া