হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুরে অপহরণ ৬ দিনেও উদ্ধার হয়নি কিশোরী

গাজীপুরের শ্রীপুরে অপহরণের ৬ দিন পার হলেও উদ্ধার হয়নি কিশোরী ১৪ বছর বয়সী এক কিশোরী। গত ১৬ জুলাই দুপুর ১টার সময় শ্রীপুর গার্লস স্কুল মোড় থেকে তাকে অপহরণ করা হয়। 

এ ব্যাপারে অপহৃত কিশোরীর বড় বোন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর পৌর শহরের শান্তিবাগ এলাকার সজিব মিয়া (২২) নামের এক যুবক জাকির হোসেন নামে এক ব্যক্তির মাধ্যমে কিশোরীকে বিয়ের করার জন্য প্রস্তাব দেন। কিশোরী নাবালিকা হওয়ায় বিয়ে দিতে অসম্মতি জানান কিশোরীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে সজিব তাঁর কয়েকজন সঙ্গী নিয়ে প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন। অভিযুক্তরা ওই কিশোরীকে অপহরণ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

অপহৃত কিশোরীর বোন বলেন, ‘অপহরণকারীদের পরিবারের পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমার বোন কোথায়, কী অবস্থায় আছে, আমার জানা নেই। ৬ দিনেও আমার বোনকে উদ্ধার করতে পারেনি পুলিশ।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ আজকের পত্রিকাকে বলেন, কিশোরী অপহরণের বিষয়ে অপহৃতের বোন একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে। কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। ওই কিশোরী ও তার পরিবার ওই এলাকায় ভাড়া থাকেন। 

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ