হোম > অপরাধ > ঢাকা

তালিকা ছাড়াই রাজধানীতে অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হচ্ছে আজ। সারা দেশের ন্যায় আজ রোববার রাজধানীতেও শুরু হয়েছে এই অভিযান। তবে বৈধ কিংবা অবৈধ প্রতিষ্ঠানের কোনো তালিকা নেই অভিযান চালানো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে। ফলে ঢাকার বাইরে অনেকটা জোরেশোরে এই অভিযান চললেও রাজধানীতে তার বিপরীত চিত্র।

আজ রোববার দুপুর সোয়া ১২টায় কোনো ধরনের হালনাগাদ তালিকা ছাড়াই ঢাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা আক্তারের নেতৃত্বে উত্তর বাড্ডার ঢাকা ক্রাউন মেডিকেল সেন্টারে শুরু হয় অভিযান। এখানে নিবন্ধন ও পরীক্ষার কিট ঠিকঠাক থাকায় কোনো ধরনের জরিমানা করা হয়নি। তবে মূল্যতালিকা টাঙানো না থাকায় দ্রুত টাঙানোর নির্দেশ দেওয়া হয়।

পাশেই ডগমা হাসপাতাল। শুরুতেই যাওয়া হয় ফার্মেসিতে। নিবন্ধন আছে কি না, তা জানতে চাওয়া হয় শেষে। হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কিট পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সাংবাদিকদের অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চলছে। এখন পর্যন্ত আমরা দুটি হাসপাতালে অভিযান চালিয়েছি। দুটিরই নিবন্ধন রয়েছে। তবে একটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কিট পাওয়া গেছে। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

তালিকা না থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে ফারহানা আক্তার বলেন, ‘ওয়েবসাইটে আছে। কিন্তু সেগুলো হালনাগাদ না থাকায় কেবল দেখে এসেছি। আমাকে যা বলা হয়েছে আমি তাই করছি। মহাপরিচালকের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কী কথা হয়েছে আমি জানি না। দুই মাস ধরে চলা নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের এ অভিযান চলছে, আমি এতটুকুই জানি।’

এদিকে রাজধানীর চকবাজারেও চলছে অননুমোদিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অভিযান। সেখানেও নেই কোনো তালিকা। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চলছে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। 

এর আগে গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী ছাড়া প্রথম দুই দিন কেবল ঢাকার বাইরে চলছিল অভিযান। আজ শেষ দিনে রাজধানীতেও চলছে। তবে ঢাকার বাইরে সিভিল সার্জন কার্যালয়ের কাছে জেলার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা থাকলেও নেই রাজধানীতে। গতকাল শনিবার পর্যন্ত সারা দেশে দুই শতাধিক অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে অর্ধশতাধিককে। 

এদিকে সারা দেশে চলমান এই অভিযানের সার্বিক চিত্র নিয়ে আজ বিকেল ৪টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ