হোম > অপরাধ > ঢাকা

ভিক্ষুকের টাকা ছিনিয়ে মাথা ফাটিয়ে দিল দুর্বৃত্তরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুক পাপন শীলের টাকা ছিনিয়ে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভিক্ষুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানান, পাপন শীল মানসিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক। তিনি ঘিওর সদর ইউনিয়নের ময়দার মিলের পাশে মাস্টারপাড়া গ্রামের মৃত অধীর শীলের ছেলে। মা-বাবাহীন পাপন ঘিওর বাজার ও আশপাশের এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তি করে আসছেন। 

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১১টার দিকে ব্যবসায়ী কাজ শেষ আমি বাড়ি ফিরতে ছিলাম। ঘিওর বাজারের বণিক সমিতির পাশে মাথায় হাত দিয়ে কাঁদছিল পাপন। তাঁর মাথা দিয়ে রক্ত ঝরছিল। আমরা কয়েকজন তাঁকে হাসপাতালে ভর্তি করি। 

স্থানীয় আরেক বাসিন্দা সুমন বলেন, ‘পাপন ভিক্ষাবৃত্তি করে যে টাকা পায়, সে টাকা তাঁর কাছেই রাখে। ধারণা করা হচ্ছে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা জোর করে তাঁর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাপন বাধা দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে।’ 

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল বলেন, ‘একজন মানসিক প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার মতো অমানবিক এ কাজের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ঘটনার দিন রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহত ভিক্ষুকের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক