হোম > অপরাধ > ঢাকা

ভিক্ষুকের টাকা ছিনিয়ে মাথা ফাটিয়ে দিল দুর্বৃত্তরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুক পাপন শীলের টাকা ছিনিয়ে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভিক্ষুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানান, পাপন শীল মানসিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক। তিনি ঘিওর সদর ইউনিয়নের ময়দার মিলের পাশে মাস্টারপাড়া গ্রামের মৃত অধীর শীলের ছেলে। মা-বাবাহীন পাপন ঘিওর বাজার ও আশপাশের এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তি করে আসছেন। 

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১১টার দিকে ব্যবসায়ী কাজ শেষ আমি বাড়ি ফিরতে ছিলাম। ঘিওর বাজারের বণিক সমিতির পাশে মাথায় হাত দিয়ে কাঁদছিল পাপন। তাঁর মাথা দিয়ে রক্ত ঝরছিল। আমরা কয়েকজন তাঁকে হাসপাতালে ভর্তি করি। 

স্থানীয় আরেক বাসিন্দা সুমন বলেন, ‘পাপন ভিক্ষাবৃত্তি করে যে টাকা পায়, সে টাকা তাঁর কাছেই রাখে। ধারণা করা হচ্ছে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা জোর করে তাঁর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাপন বাধা দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে।’ 

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল বলেন, ‘একজন মানসিক প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার মতো অমানবিক এ কাজের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ঘটনার দিন রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহত ভিক্ষুকের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট