হোম > অপরাধ > ঢাকা

দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মূল হোতা গ্রেপ্তার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে দুই শিক্ষার্থীকে গাঁজা দিয়ে ফাঁসাতে ব্যর্থ হয়ে মারধরের ঘটনায় মূল হোতা মাছুমকে (৩০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হবে। 

এর আগে গতকাল রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ বন্দর থেকে তাঁকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।

আটককৃত মাছুম নারায়ণগঞ্জ বন্দর এলাকার শামসুদ্দিনের ছেলে। 

এ বিষয়ে ওসি আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার রাতে আহত শিক্ষার্থী নিজাম উদ্দিনের মা মাছুম ও মামুনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরে গতকাল দিবাগত রাতে উপপরিদর্শক (এসআই) মুরাদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুজ্জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জ বন্দরে অভিযান চালিয়ে মারধরের ঘটনার মূল হোতা মাছুমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হবে। অপর আসামি মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক পদ্মানদীর পাড়ে গেলে মাসুম এবং আন্ধারমানিক গ্রামের লিয়াকত আলীর ছেলে মামুন দুই পুলিশ সদস্যের সহায়তায় গাঁজা দিয়ে দুই শিক্ষার্থীকে আটকের চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী প্রবাসী আন্ধারমানিক গ্রামের আক্কাস আলীর ছেলে ফয়সাল আহমেদ (২৪) এবং দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী পিয়াজচর গ্রামের নৈমদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (২৫) প্রতিবাদ করলে মাসুদ ও মামুন তাঁদের মারধর করেন। ওই সময় কনস্টেবল জব্বার ও লতিফকে ডেকে আনেন তাঁরা। এ সময় পুলিশ সদস্য জব্বার নিজাম উদ্দিনকে লাথি, কিলঘুষি এবং বাঁশ দিয়ে আঘাত করেন। এ ছাড়া অপর পুলিশ সদস্য লতিফ ফয়সালকে মারধর করেন। 

মারধরের পর নিজাম ও ফয়সালকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ারও চেষ্টা করেন তাঁরা। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। 

এ ঘটনার দিন রাতেই হরিরামপুর থানার দুই কনস্টেবল আব্দুল জব্বার ও লতিফকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ ছাড়া আহত শিক্ষার্থী নিজাম উদ্দিনের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব