রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেস এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বিজ্ঞান কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় ঘাতক গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ. এম আজিমুল হক।
তেজগাঁও বিভাগের ডিসি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেসের সামনে বিজ্ঞান কলেজ স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র আলী হোসেনকে ধাক্কা দেয় গাড়িটি। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলী। এই ঘটনার পর সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে ঘাতক মাইক্রোবাসটির চালক জিয়াউল হককে (৫০) গ্রেপ্তার করা হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার বিকেলে তেজগাঁও বিভাগের ডিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।