হোম > অপরাধ > ঢাকা

প্রবাসীর উধাও হওয়া ১৮ লাখ টাকা ফেরত দিল ব্যাংক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখা থেকে উধাও হওয়া কাতার প্রবাসীর ১৮ লাখ ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই কাতার প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম। 

জাহাঙ্গীর আলম জানান, আজ বৃহস্পতিবার সকালে প্রবাসী মো. শাহজাহান মোল্লার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার এসএমএস আসে। টাকা ফেরত পেয়ে তাঁরা খুশি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং যারা প্রবাসীর টাকা সরিয়ে নিয়েছিলেন বা এর সঙ্গে জড়িত তাঁদের বিচারের দাবিও করেন তিনি। 

এ ব্যাপারে জানতে চাইলে ব্যাংক ম্যানেজার স্কাইল্যাব চৌধুরী বলেন, ‘বুধবার (২৪ আগস্ট) রাতেই টাকা তাঁর অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। টাকাগুলো আমরা ব্যাংক কর্তৃপক্ষ ম্যানেজ করে দিয়েছি।’ তবে কীভাবে গ্রাহকের অনুপস্থিতিতে টাকা স্থানান্তর হলো এ প্রশ্নের কোনো জবাব তিনি দিতে চাননি। 

উল্লেখ্য, কাতার প্রবাসী শাহজাহান মোল্লা বিদেশ যাওয়ার আগে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় অবস্থিত উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখায় তিনি একটি হিসাবে খোলেন। বিদেশ থেকে ওই অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু তাঁর অগোচরে গত ১৪ আগস্ট দুই দফায় ১৮ লাখ টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হয়ে যায়। এ ঘটনায় ওই প্রবাসীর ভাই গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় লিখিত অভিযোগ করেন। 

কাতার থেকে মোবাইল ফোনে মো. শাহজাহান মোল্লা সাংবাদিকদের জানান, তিনি কাতার আসার আগে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলেন। তাঁর অ্যাকাউন্টে গত ১১ আগস্ট পর্যন্ত ২৫ লাখ ৫৯ হাজার ৫৮০ টাকা ১১ পয়সা ছিল। তিনি প্রবাসে থাকা অবস্থায় ১৪ আগস্ট দুই দফায় মোট ১৮ লাখ টাকা পৃথক দুটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট