হোম > অপরাধ > ঢাকা

ঢামেকে সুতা চুরির সময় কর্মচারী কল্যাণ সমিতির নেতা আটক

ঢামেক প্রতিবেদক

অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত সুতা চুরি করার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক অফিস সহায়ককে হাতেনাতে আটক করেছে র‍্যাব।

আজ রোববার বেলা ২টার দিকে হাসপাতালের বাগান গেট থেকে একটি কালো ব্যাগভর্তি সুতাসহ আব্দুল হাকিম (৪০) নামে ওই কর্মচারীকে আটক করা হয়। পরে তাঁকে র‍্যাব-৩-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুল হাকিম হাসপাতালের ২১৪ নম্বর সার্জারি ওয়ার্ডে কাজ করেন। তিনি বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আজ হাসপাতালের এক কর্মচারীকে সুতার প্যাকেটসহ আটক করেছে র‍্যাব। এ সুতা রোগীদের অপারেশনের সেলাই করার কাজে ব্যবহৃত হয়। এর আগেও আমাদের নিজস্ব উদ্যোগে এমন অনেককে ধরে পুলিশে দেওয়া হয়েছে।’

পরিচালক বলেন, ‘এসব কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই হাসপাতাল অপরাধমুক্ত থাকুক। মুষ্টিমেয় লোক এই অপকর্মের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও এ বিষয়ে সচেতন আছি।’

এ ব্যাপারে র‍্যাব-৩-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত ২৪ বাক্স সুতাসহ এক কর্মচারীকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আড়াই লাখ টাকা। হাসপাতালের ওয়ার্ড থেকে কালো একটি ব্যাগে করে ওই সুতা বাইরে নিয়ে যাচ্ছিলেন তিনি। এই ঘটনায় তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে।’

এ বিষয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (ঢামেক) সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া বলেন, ‘আমাদের সংগঠনের নেতা হাসপাতাল থেকে সুতা চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের সংগঠনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে মিটিং ডাকা হয়েছে। অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা