হোম > অপরাধ > ঢাকা

পাকুন্দিয়া স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আরিফ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ঝাউগারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা হয়। ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত বুধবার মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত আরিফ উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের মো. উজ্জল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বাড়ির পেছনের একটি জমিতে ঘাস কাটতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় আরিফ ওই স্কুলছাত্রীকে পাশের একটি সবজি বাগানে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে স্কুলছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান আরিফ। পরে স্থানীয় লোকজন ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান। 

এ ঘটনায় গত বুধবার সকালে আরিফকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে আরিফকে গ্রেপ্তার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩