হোম > অপরাধ > ঢাকা

রাজধানী থেকে সমিতির নামে টাকা নিয়ে উধাও, খুলনা থেকে গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বংশাল থানা এলাকায় রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের গ্রাহকদের কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দিবাগত রাতে খুলনার খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বংশাল থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাজ্জাদ খান ও সৈয়দ জাফর আলী। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো বার্তায় জানানো হয়েছে—রাজধানীর বংশাল এলাকায় আরমানিটোলায় রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের এমডি হলেন গ্রেপ্তারকৃত সাজ্জাদ ও ম্যানেজার জাফর আলী। ভুক্তভোগী পূর্ব পরিচয়ে তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে পরিবারের সদস্যদের নামে দুই কোটি ১৭ লাখ টাকার এফডিআর ও ২২ লাখ টাকার ডিপিএস খোলেন, যা মেয়াদকালে পূর্ণ হওয়ার কথা। শর্ত অনুযায়ী এর লভ্যাংশ গত ২৬ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা দেয়নি। ভুক্তভোগী ৩০ সেপ্টেম্বর তাদের অফিসে গিয়ে দেখেন সেখানে তালা দেওয়া এবং তাদের মোবাইল নম্বর বন্ধ। পরবর্তী সময়ে গত ১ অক্টোবর ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বংশাল থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়। 

আরও বলা হয়—মামলাটি তদন্তে গিয়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে খুলনার খানজাহান আলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতারণার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ