হোম > অপরাধ > ঢাকা

বাড়িতে পুলিশ দেখে স্ত্রীকে রেখে দৌড়ে পালালেন মাদক কারবারি স্বামী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মাদক আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের সখীপুরে এক বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশ দেখে স্ত্রীকে ওই বাড়িতে একা রেখেই দৌড়ে পালিয়ে যান স্বামী। সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিলপাড় বাঁশবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, অভিযানে তিন বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আজ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় স্ত্রী লাম ইবনাত লিমুকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামী জান্নাতুল নাঈম (২৩) পলাতক আছেন। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিলপাড় বাঁশবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশকে দেখে মাদক কারবারি জান্নাতুল নাঈম পালিয়ে যায়। 

পরে ওই বাসা থেকে বেশ কিছু মাদক জব্দ করা হয়। লিমুর বরাত দিয়ে পুলিশ জানায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার পরিচালনা করে আসছেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার লিমুসহ তাঁর পলাতক স্বামী জান্নাতুল নাঈমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পলাতক নাঈমকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক