হোম > অপরাধ > ঢাকা

বাইরে তালা, ভেতরে প্রেমিক-প্রেমিকার মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ থেকে ইভানা রোজারিও (২২) ও হৃদয় গমেজ (২৫) নামের দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা দুজন প্রেমিক-প্রেমিকা বলে জানা গেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে হৃদয় গমেজের বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, ইভানা রোজারিওকে হত্যার পর হৃদয় গমেজ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমার।

জানা যায়, বুধবার সকালে হৃদয় গমেজের মা স্থানীয় ভূমি রেজিস্ট্রি অফিসে যান জমি রেজিস্ট্রি করতে। ফাঁকা বাড়িতে প্রেমিকা ইভানা রোজারিওকে ডেকে আনেন হৃদয়। সন্ধ্যা ৭টার দিকে হৃদয়ের মা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে দেখেন ঘরের মেঝেতে দুজনের মরদেহ পড়ে আছে। হৃদয়ের মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের।

হৃদয় গমেজ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে। ইভানা একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিওর মেয়ে।    

ওসি জানান, সকালে হৃদয়ের মা বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনো এক সময় ইভানাকে বাড়ি ডেকে আনা হয়। সকাল থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময়ে প্রেমিকাকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয় নিজেই নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যা করেন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের দরজা বন্ধ পেয়ে দেয়াল টপকে ঘরে প্রবেশ করে দুজনের মরদেহ উদ্ধার করি। এ সময় হৃদয়ের পেটে ছুরিকাঘাত ও হাতে ছুরি ছিল। আর ইভানার গলায় ছুরিকাঘাত ছিল। ঘরের মেঝেতে ইভার ওপর হৃদয়ের মরদেহ পড়ে ছিল। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে না নেওয়ায় তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি আনিসুর রহমান আরও বলেন, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট