হোম > অপরাধ > ঢাকা

বাইরে তালা, ভেতরে প্রেমিক-প্রেমিকার মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ থেকে ইভানা রোজারিও (২২) ও হৃদয় গমেজ (২৫) নামের দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা দুজন প্রেমিক-প্রেমিকা বলে জানা গেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে হৃদয় গমেজের বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, ইভানা রোজারিওকে হত্যার পর হৃদয় গমেজ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমার।

জানা যায়, বুধবার সকালে হৃদয় গমেজের মা স্থানীয় ভূমি রেজিস্ট্রি অফিসে যান জমি রেজিস্ট্রি করতে। ফাঁকা বাড়িতে প্রেমিকা ইভানা রোজারিওকে ডেকে আনেন হৃদয়। সন্ধ্যা ৭টার দিকে হৃদয়ের মা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে দেখেন ঘরের মেঝেতে দুজনের মরদেহ পড়ে আছে। হৃদয়ের মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের।

হৃদয় গমেজ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে। ইভানা একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিওর মেয়ে।    

ওসি জানান, সকালে হৃদয়ের মা বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনো এক সময় ইভানাকে বাড়ি ডেকে আনা হয়। সকাল থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময়ে প্রেমিকাকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয় নিজেই নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যা করেন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের দরজা বন্ধ পেয়ে দেয়াল টপকে ঘরে প্রবেশ করে দুজনের মরদেহ উদ্ধার করি। এ সময় হৃদয়ের পেটে ছুরিকাঘাত ও হাতে ছুরি ছিল। আর ইভানার গলায় ছুরিকাঘাত ছিল। ঘরের মেঝেতে ইভার ওপর হৃদয়ের মরদেহ পড়ে ছিল। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে না নেওয়ায় তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি আনিসুর রহমান আরও বলেন, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক