হোম > অপরাধ > ঢাকা

ছিনতাইয়ের অভিযোগ করতে গিয়ে নিজেই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবী থানায় ১০ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ করতে এসে নিজেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মো. মনির হোসেন মুন্না নামের এক ব্যক্তি। গত সোমবার এক বন্ধুর টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিজের ভাইয়ের বাসায় রেখে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত করে তাঁকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, গত সোমবার মো. মনির হোসেন মুন্না থানায় এসে ১০ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের বর্ণনা দিয়ে অভিযোগ করতে চান। তিনি বলেন, ‘এত বেশি টাকার কথা শুনে সন্দেহ হয়। তাৎক্ষণিক টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হয় পুলিশ।’

ঘটনাটি সন্দেহজনক হওয়ায় মনির হোসেনকে আটক করে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে থানা-পুলিশ। তখন প্রকাশ্যে আসে থলের বিড়াল। জিজ্ঞাসাবাদে মুন্না স্বীকার করেন, তিনি নিজেই ১০ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের চেষ্টা করে ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছেন।

টাকা উদ্ধার সম্পর্কে মো. পারভেজ ইসলাম বলেন, ‘পরে সেদিনই বেলা ১১টায় পল্লবীর ২ নম্বর রোডের মুন্না ভাইয়ের ভাড়া বাসা থেকে ১০ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।’ এ ঘটনায় মুন্নার বন্ধুর অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্লবী থানায় করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পারভেজ বলেন, ‘এ টাকার প্রকৃত মালিক বাদীর ছোট ভাই অস্ট্রেলিয়া প্রবাসী মো. ফকরুল আলম। তিনি পল্লবীর এক বন্ধুর কাছে এ টাকা পাওনা ছিলেন। বাদী শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর বন্ধু মুন্নাকে পাওনাদারের কাছে টাকা আনতে যেতে বলেন। মুন্না পাওনাদারের কাছ থেকে চেক নিয়ে ব্র্যাক ব্যাংক পল্লবী শাখা থেকে টাকা ওঠান। পরে টাকা তাঁর ভাইয়ের বাসায় রেখে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে অভিযোগ করতে থানায় আসেন।’

মুন্নাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট