হোম > অপরাধ > ঢাকা

শিবালয়ে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ নিহত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক গ্রাম পুলিশ নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ শালজানা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত গ্রাম পুলিশ ফায়জুদ্দিন আহম্মেদ (৬৪) মৃত্যু হেলাল উদ্দিনের ছেলে। তিনি আরুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী আবু তালেবের লোকদের সঙ্গে বাড়ির পার্শ্বের ১৬ শতাংশ জমি নিয়ে ফায়জুদ্দিনের দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আজ শনিবার সকালে প্রতিপক্ষ আবু তালেব ৫ /৭ জন সহযোগীসহ নালিশি জমি জোড়পূর্বক দখল করতে আসলে ফায়জুদ্দিন তাতে বাধা দেন। উভয় পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। ফায়জুদ্দিন মারধর করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরে স্থানীয়রা আহত ফায়জুদ্দিনকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল তালেব ও তাঁর লোকজন পলাতক রয়েছেন।

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, নিহত গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ