হোম > অপরাধ > ঢাকা

শিবালয়ে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ নিহত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক গ্রাম পুলিশ নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ শালজানা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত গ্রাম পুলিশ ফায়জুদ্দিন আহম্মেদ (৬৪) মৃত্যু হেলাল উদ্দিনের ছেলে। তিনি আরুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী আবু তালেবের লোকদের সঙ্গে বাড়ির পার্শ্বের ১৬ শতাংশ জমি নিয়ে ফায়জুদ্দিনের দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আজ শনিবার সকালে প্রতিপক্ষ আবু তালেব ৫ /৭ জন সহযোগীসহ নালিশি জমি জোড়পূর্বক দখল করতে আসলে ফায়জুদ্দিন তাতে বাধা দেন। উভয় পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। ফায়জুদ্দিন মারধর করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরে স্থানীয়রা আহত ফায়জুদ্দিনকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল তালেব ও তাঁর লোকজন পলাতক রয়েছেন।

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, নিহত গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ