হোম > অপরাধ > ঢাকা

পুলিশ পরিচয়ে দোহারে ইজিবাইক ছিনতাই

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় পুলিশ পরিচয়ে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে একটি প্রতারক চক্র। শুক্রবার সকালে উপজেলার করম আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ইজিবাইকের মালিক মো. সুজন। তিনি উপজেলার পালামগঞ্জ এলাকার আমির সিকদারের বাড়িতে ভাড়া থাকেন।

এ ব্যাপারে সুজন জানান, জয়পাড়া ওয়ান ব্যাংকের সামনে থেকে করম আলী মোড়ে যাবেন বলে পুলিশ পরিচয়ে একজন লোক আমার ইজিবাইকে ওঠেন। তাঁর মোটরসাইকেল নষ্ট হয়েছে বলে জানান। পরে আমি তাঁকে লটাখোলা এলাকার ভাঙ্গা ব্রিজে নিয়ে গেলে তিনি একজনের সঙ্গে কথা বলে চলে আসেন। করম আলী মোড়ের টিভিএস শো-রুমের সামনে আসার পর, তিনি যার সঙ্গে কথা বলেছেন তাঁকে ডেকে আনতে বলেন। আমি তাঁকে ডাকতে যাই। সেখানে তাঁকে না পেয়ে চলে আসি। কিন্তু এসে দেখি আমার ইজিবাইক এবং লোকটি নেই।

এ বিষয়ে দোহার থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ভুয়া পুলিশ পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র ইজিবাইক ছিনতাই করেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন