হোম > অপরাধ > ঢাকা

অপহরণ থেকে বাঁচতে অটোরিকশা থেকে লাফ দিল স্কুলছাত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অপহরণ থেকে বাঁচতে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন এক স্কুলছাত্রী। আজ সোমবার সকালে বন্দরের মদনপুর-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটেছে। আহত ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার জানায়, সকালে স্কুলে যাওয়ার জন্য মদনপুর স্ট্যান্ড থেকে অটোরিকশায় ওঠে ভুক্তভোগী শিক্ষার্থী। স্কুলে না নামিয়ে অটোচালক ভুক্তভোগীকে নিয়ে অটো চালাতে থাকেন। বারবার অটোরিকশা থামানোর অনুরোধ করেও কাজ হয়নি। তাকে অপহরণ করা হচ্ছে বুঝতে পেরে সে অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে। এতে সে আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মদনপুরের একটি হাসপাতালে ভর্তি করে। 

এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুরে বিদ্যালয় সংলগ্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। 

ধামগড় ফাঁড়ির পরিদর্শক ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘অটোরিকশাচালককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’ 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে